বন্ধুদের নিয়ে আমার গর্বের শেষ নেই। এই যেমন সুরবেক। Surbek Biswas সুরবেক বিশ্বাস। যাদবপুর বিদ্যাপীঠে একসঙ্গে পড়তুম। সেকশন আলাদা হলেও আলগা ভাব ছিলই। পরে গুছিয়ে আর্টস পড়বে বলে পাঠভবনে চলে যায়। তারপর প্রেসি ঘুরে যাদবপুরে ফিরে আসে। মধ্যিখানে অনেক কমন ফ্রেন্ড জুটে যায় আমাদের। ফলে দোস্তালিতে মরচে পড়ে না।
'দিয়েগো থেকে মারাদোনা' আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হল আরও একটা কারণে। মারাদোনার জীবনের নানান ঘটনা ও সাক্ষাৎকার এর ভিত্তিতে লেখা এই উপন্যাসে অর্ক এক চোরাস্রোত রেখে দিয়েছেন। সেই স্রোত, চোরা টান, ঈশ্বর আর শয়তান - এই বাইনারি কে অস্বীকার করে। নিরন্ন, নিরাশ্রয়, রাষ্ট্র, সমাজ, ধর্মীয় বিভাজনের হাতে মার খাওয়া মানুষ, ঈশ্বর কে চেনে, তার মাটি, তার ফেলে আসা ঘর, তার ভালোবাসার মানুষজনের মধ্যে। প্রতিভার আগুন আত্মবলি দেয়। নিজেকে খায়। প্রয়োজনে বিনাশ করে নিজেকে। তার আত্মধংসের আয়োজন তখন এক নিবেদন হয়ে ওঠে। সেই সমর্পণ শুধু সেই ঈশ্বরের কাছে যার আর এক নাম 'ভালোবাসা'।
শুধু কি নিজেকে লিখি! অক্ষরে জড়িয়ে থাকে, কচি নাড়ি, মা গন্ধ, জঠরের দাগ। সহস্র জনু ধরে হেঁটে যাওয়া, রক্ত মাংস রেণু রেণু, ভাষার মিশেল।