‘ফুটবল নিয়ে বাংলা ভাষায় আত্মজীবনীমূলক রচনাগুলির মধ্যে এই গ্রন্থটি অনন্য। কারণ এই প্রথম প্রকাশিত হল কোনও আন্তর্জাতিক বাঙালি রেফারির আত্মকথা। নিম্নবিত্ত পরিবার থেকে আসা এক কিশোরের আন্তর্জাতিক রেফারি হয়ে ওঠার গল্প ‘আমার মুক্তি ঘাসে ঘাসে’।
সত্তর- আশি- নব্বইয়ের দশকের একের পর এক স্মরণীয় ফুটবল ম্যাচের স্মৃতি উঠে এসেছে সাগর সেনের আত্মকথায়। দর্শক বা খেলোয়ারের চোখে নয়, একজন রেফারির চোখে এক একটা রোমহর্ষক নব্বই মিনিটের যাপন এবং তার আগে ও পরে ঘটে যাওয়া নানা অজানা ঘটনা দিয়ে পরতে পরতে সাজানো এই বই ফুটবল ইতিহাসের এক জ্যান্ত দলিল।
কোথাও গ্রামবাংলার সুনির্মল শৈশবস্মৃতি আবার কোথাও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার যন্ত্রণা। আর এসবের পাশাপাশি বাংলার বড়ম্যাচের টানটান উত্তেজনার সঙ্গে ফুটবল দুনিয়ার কূটনীতি ও দুর্নীতি নিয়ে অকপট বিস্ফোরণ, সব মিলিয়ে জমজমাট এই আত্মকথন।’
মান্দাস-এর কলেজস্ট্রিট বিপণিতে উদ্বোধন হল আন্তর্জাতিক বাঙালি রেফারি সাগর সেনের আত্মকথা 'আমার মুক্তি ঘাসে ঘাসে'। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার শিশির ঘোষ, সমর ভট্টাচার্য, প্রদীপ কোলে প্রমুখ। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক চিরঞ্জীব।
এই বিশেষ সন্ধ্যার কিছু বিশেষ মুহূর্ত রইল আপনাদের জন্য।
বইটি পাওয়া যাচ্ছে মান্দাসের কলেজস্ট্রিট বিপণিতে। এছাড়া অনলাইনে পাওয়া যাবে boighar.inএর সাইটে এবং অ্যাপে।