১৭ সেপ্টেম্বর, শনিবার মান্দাস প্রকাশন থেকে প্রকাশিত চারটি গল্প সংকলনের আনুষ্ঠানিক উদ্বোধন হল কলেজস্ট্রিটের বিদ্যাসাগর টাওয়ারের দে'জ-এর গ্রন্থবিপণিতে। উপস্থিত ছিলেন তিনজন কথাকার, সাদিক হোসেন, কণিষ্ক ভট্টাচার্য এবং অলোকপর্ণা। আরেকজন লেখক ঈশাণী রায়চৌধুরী ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি। সাদিকের 'আনন্দধারা' বইটির উদ্বোধন করেন সাধন চট্টোপাধ্যায়। সাধনবাবু সাদিক হোসেনের সাহিত্যচর্চা নিয়ে সমৃদ্ধ বক্তব্য রাখেন। কণিষ্কর বই 'সুরবালা ও সোয়ান লেক' উদ্বোধন করেন স্বপ্নময় চক্রবর্তী এবং অলোকপর্ণার 'যাহা বলিব সত্য বলিব' বইটির উদ্বোধন করেন প্রচেত গুপ্ত। দুজনের লেখালেখির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন উদ্বোধক সাহিত্যিকরা।
জয় গোস্বামীর হাতে প্রকাশ পায় ঈশানী রায়চৌধুরীর গল্প সংকলন 'দশচক্রে রমাকান্ত'
সাদিক, কণিষ্ক আর অলোকপর্ণার বই তিনটি নিয়ে গভীর আলোচনা করেন জয় গোস্বামী। তাঁর নিমগ্ন ভাষ্যে উঠে আসে এই তিন তরুণের ভাষা ও বিষয় ভাবনার মৌলিক দিগন্তগুলি। জয়ের কথাভাষ্য মোহাবিষ্ট করে রাখে শ্রোতাদের।
বইগুলি সংগ্রহ করা যাচ্ছে কলেজস্ট্রিটে মান্দাস-এর বইবিপণি থেকে। এছাড়া অনলাইনে পাওয়া যাচ্ছে বইঘর ডট ইন এর ওয়েবসাইটে।