“এই যে আপনি পড়তে শুরু করে ঢুকে পড়লেন দেশ আর কালের মধ্যে, যেখানে আদিম অন্ধকারের ভিতর মহাবিস্ফোরণের আলো ফুটে ওঠে আর প্রতিদিনের আকস্মিক রংবদল দেয় বর্ণভীতির ত্রস্ত দিনকাল। সেইখানে আপনি দেখে ফেলেন কোথাও কাজ আর খিদের মধ্যে ফাঁক রাখার জায়গা ছিল না কোনোদিন, তাই চারপাশ থেকে সকালে দুপুরে রাতে কারা যেন চলে যায় ঘর-স্বজন ছেড়ে।
“এই যে আপনি পড়তে শুরু করে ঢুকে পড়লেন দেশ আর কালের মধ্যে, যেখানে আদিম অন্ধকারের ভিতর মহাবিস্ফোরণের আলো ফুটে ওঠে আর প্রতিদিনের আকস্মিক রংবদল দেয় বর্ণভীতির ত্রস্ত দিনকাল। সেইখানে আপনি দেখে ফেলেন কোথাও কাজ আর খিদের মধ্যে ফাঁক রাখার জায়গা ছিল না কোনোদিন, তাই চারপাশ থেকে সকালে দুপুরে রাতে কারা যেন চলে যায় ঘর-স্বজন ছেড়ে। তার মধ্যে যারা ফিরে আসে তারা স্থানীয় সংবাদ হিসেবে থেকে যায় আর যারা আসে না তারা সংবাদপত্রের সংখ্যা হয়ে যায় কেবল। তবু ডুবন্ত দ্বীপের মধ্যে বসে আপনি নৌকা গড়েন এই জেনে যে, সত্যিই কোথাও আর যাওয়ার মতো মানচিত্র থাকবে না হাতে, কারণ মানচিত্রই হল সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক ছবি। যে মানচিত্রে গল্পের ভিতর জন্ম নেয় আরেক গল্প, তার ভিতরে আরো আরো গল্পেরা...”