আবহমান জীবন নাটকের পর্দার আড়ালে কত কী ঘটে চলেছে। এই যা আমি-আপনি দেখছি আশপাশে, দেখে বুরবক বনছি, মাথা নেড়ে ভাবছি এমনও হয়; তারপর আবার আরেকটা ঘটনা তাজ্জব করে দিলে আগেরটা ভুলে নতুনটায় নজর দিচ্ছি— বর্তমানের রেলগাড়িতে বসে রুদ্ধশ্বাস আমরা এর বেশি কিছুই করতে পারছি না।
আবহমান জীবন নাটকের পর্দার আড়ালে কত কী ঘটে চলেছে। এই যা আমি-আপনি দেখছি আশপাশে, দেখে বুরবক বনছি, মাথা নেড়ে ভাবছি এমনও হয়; তারপর আবার আরেকটা ঘটনা তাজ্জব করে দিলে আগেরটা ভুলে নতুনটায় নজর দিচ্ছি— বর্তমানের রেলগাড়িতে বসে রুদ্ধশ্বাস আমরা এর বেশি কিছুই করতে পারছি না। এই বইয়ের গল্পগুলো একেকটা আমার-আপনার পেরিয়ে যাওয়া রেললাইনের ধারের সেইসব পোস্ট। সব কুছ ইঁয়াদ রাখা যায়েগার এরাদায় সংকলিত হয়েছে বারোটা গল্প, যা ধরে রাখতে চাইছে সময়কে। নিজেদেরকেই একবার আয়নায় দেখে নেওয়া খানিক অবসরে, গল্পের ছলে। ওয়ার্ডসওয়ার্থ বলতেন, কবিতা হল স্মৃতির অত্বর রোমন্থন, আর এই গল্পগুলো আমাদের নিজেদের যাপনেরই রোমন্থনের উদ্দেশ্যে হাজির করেছেন লেখক, তাই ‘পর্দা নামার পরে’আসলে এক ফিরে দেখার
সংকলন।