একটা ভিড় রাস্তা। কিছু তুচ্ছ আমোদ আর বড়ো গভীর বিষাদমাখা একটা শহর। এসব পেরিয়ে কয়েকটা না-লেখা কবিতা তার কবিকে খুঁজছে।
একটা ভিড় রাস্তা। কিছু তুচ্ছ আমোদ আর বড়ো গভীর বিষাদমাখা একটা শহর। এসব পেরিয়ে কয়েকটা না-লেখা কবিতা তার কবিকে খুঁজছে। মাথার কিছুটা ওপরে স্ট্রিটলাইট আর অনেক ওপরে একটা চাঁদ। একটা জীবনের ভিতর অনেক জীবন আর তার পাশাপাশি শুয়ে থাকা কত যে মৃত্যুবোধ ! এসবের দিকে একবার তাকিয়ে, হেসে, কবিও এগিয়ে যাচ্ছেন। এই হাঁটাহাঁটি নিয়তি নির্ধারিত। পাশে পাশে কে হাঁটছে তাঁর? সে কি প্রেম? সে কি পাপ? সে কি নিষ্ঠুরতার ছদ্মনাম কোনও ? কবি অয়ন চক্রবর্তীর এই কবিতাবইটির দুটি মলাট আবহমান বাংলা কবিতার দুটো ডানা দিয়েই মোড়া। কিন্তু জীবনের প্রতি এক গভীর মায়ামিশ্রিত তাচ্ছিল্য নিয়ে অনন্তের দিকে তারউড়ে যাওয়া