‘বাবার চিৎকার
আর মায়ের কান্নার তীব্র আলো
আমি আজ ভুলে গিয়ে
শিখে নিতে চাই
দু-ফুট দূরত্বে থাকা
বয়ামের মাছ
নরকের মাঝে থেকে
শান্ত, স্বচ্ছ জলে
কী উপায়ে ঘুরে-ঘুরে
অপরূপ জীবন কাটাল...’
‘বাবার চিৎকার
আর মায়ের কান্নার তীব্র আলো
আমি আজ ভুলে গিয়ে
শিখে নিতে চাই
দু-ফুট দূরত্বে থাকা
বয়ামের মাছ
নরকের মাঝে থেকে
শান্ত, স্বচ্ছ জলে
কী উপায়ে ঘুরে-ঘুরে
অপরূপ জীবন কাটাল...’