আমি তো কিছুই নই, মফস্বলি চারণমাত্র,/ আমার পেশিতে নেই তোমাদের তীক্ষ্ণতা, বিভা।/আমিও এসেছি তবু, নিঃসঙ্গ দেশ থেকে উড়ে এসেছি বিষণ্ণ ডানায়,/ যেহেতু আমাকে ডাক দিয়েছেন যোশেফ স্তালিন,/যেহেতু পৃথিবীজুড়ে দালালরা তড়পাচ্ছে খুব,/ সেহেতু আমারই দায়, তাঁরই নির্দেশে আমি টুকে রাখছি/ চামচাদের কেচ্ছা, মস্তানদের গলার মাপ, টাইকুনদের প্যাঁচ ...
জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার : তিন’
জয়দেব বসু
আমি তো কিছুই নই, মফস্বলি চারণমাত্র,/ আমার পেশিতে নেই তোমাদের তীক্ষ্ণতা, বিভা।/আমিও এসেছি তবু, নিঃসঙ্গ দেশ থেকে উড়ে এসেছি বিষণ্ণ ডানায়,/ যেহেতু আমাকে ডাক দিয়েছেন যোশেফ স্তালিন,/যেহেতু পৃথিবীজুড়ে দালালরা তড়পাচ্ছে খুব,/ সেহেতু আমারই দায়, তাঁরই নির্দেশে আমি টুকে রাখছি/ চামচাদের কেচ্ছা, মস্তানদের গলার মাপ, টাইকুনদের প্যাঁচ ...
জনগণতান্ত্রিক কবিতার ইশতেহার : তিন’
জয়দেব বসু