‘তবু কেন ইস্রাফিল বাজায় না ভীষণ শিঙাটি?
কেন এত দেরি তার? কয়ামত্ কে ঠেকিয়ে রাখে?’
চারপাশের এত হানাহানি, রক্তপাত দেখে কাতর গালিব জানতে চান এক সাধুর কাছে, এই এত-এত খারাপ, বদ-দুয়া, তবু কয়ামত কেন আসছে না?
‘তবু কেন ইস্রাফিল বাজায় না ভীষণ শিঙাটি?
কেন এত দেরি তার? কয়ামত্ কে ঠেকিয়ে রাখে?’
চারপাশের এত হানাহানি, রক্তপাত দেখে কাতর গালিব জানতে চান এক সাধুর কাছে, এই এত-এত খারাপ, বদ-দুয়া, তবু কয়ামত কেন আসছে না?
সাধু নিজের বিশ্বাস থেকে বিশ্বনাথ মন্দিরের দিকে ইঙ্গিত করে জানান, কাশী শিবের প্রিয়স্থান। প্রলয় এলে কাশীও বাঁঁচবে না। তাই উনিই আটকে রেখেছেন মহাপ্রলয়কে।
হাওয়ার প্রবল ঝাপটা সত্ত্বেও এভাবেই তাই জ্বলে চলে দেবালয়ের চিরাগ—
মির্জা আসাদুল্লা খাঁ গালিব-এর
বারাণসী-বন্দনা—কাশীপ্রশস্তি—
চিরাগ-এ দ্যয়র
ফার্সি থেকে এই প্রথম বাংলায় তরজমা : আব্দুল কাফি