গল্পের আদানপ্রদান মুদ্রা লেনদেনের চাইতে আদিম। গল্প কেবল শেষ বাক্যে শেষ হয়ে যায় না, তা চলতেই থাকে। গল্পকথকের মতোই গল্পেরও একটি আত্মপরিচয় রয়ে যায়। সেই পরিচয়ের মধ্যে ধরা পড়ে সময়জীবনের বহু মাত্রা ও চিহ্ন। এই গল্পের বইয়ে আপাত সরল, আপাত মসৃণ কথাগুলি সূত্র মাত্র, বলা যায়, গোটা লেখাটাই হয়ত বৃহৎ কোনও আয়োজনের ভূমিকা কিংবা পরিশিষ্ট।
গল্পের আদানপ্রদান মুদ্রা লেনদেনের চাইতে আদিম। গল্প কেবল শেষ বাক্যে শেষ হয়ে যায় না, তা চলতেই থাকে। গল্পকথকের মতোই গল্পেরও একটি আত্মপরিচয় রয়ে যায়। সেই পরিচয়ের মধ্যে ধরা পড়ে সময়জীবনের বহু মাত্রা ও চিহ্ন। এই গল্পের বইয়ে আপাত সরল, আপাত মসৃণ কথাগুলি সূত্র মাত্র, বলা যায়, গোটা লেখাটাই হয়ত বৃহৎ কোনও আয়োজনের ভূমিকা কিংবা পরিশিষ্ট। বাহ্যত সহজপাঠ্য ও সহজবোধ্য এই লেখা কার্যত কিছু নৈর্ব্যক্তিক প্রস্তাবনা ও টিপ্পনি। বিয়োগ যতখানি বিনোদন, এই বিনোদনও ততখানি অবসাদগ্রস্থ। এ এক গর্হিত মস্করা। অস্তিত্ব বিষয়ক কৌতুক। কবিতা-লেখকের পথশ্রমজনিত অতিকথন।