‘ক্ষমতা এক আশ্চর্য ফেনাওয়ালা সাবান। তাকে ধরে-বেঁধে রাখা যায় না, ধরতে গেলেই পিছলে যায়। অথচ যে-কোনো দল ও শাসক নিজেকে ক্ষমতার অধীশ্বর বলেই ভাবেন। এই ‘না-নাটক’ কোনো শাসক বা দলকেই ক্ষমতাসীন বলে মনে করে না, কেবল ক্ষমতাকেই ক্ষমতাসীন বলে মনে করে ও তাই নিয়ে দু-কথা কপচায়।’
‘ক্ষমতা এক আশ্চর্য ফেনাওয়ালা সাবান। তাকে ধরে-বেঁধে রাখা যায় না, ধরতে গেলেই পিছলে যায়। অথচ যে-কোনো দল ও শাসক নিজেকে ক্ষমতার অধীশ্বর বলেই ভাবেন। এই ‘না-নাটক’ কোনো শাসক বা দলকেই ক্ষমতাসীন বলে মনে করে না, কেবল ক্ষমতাকেই ক্ষমতাসীন বলে মনে করে ও তাই নিয়ে দু-কথা কপচায়।’
দেশ- কাল মানে না এই নাটকের সংলাপ। ক্ষমতাকে প্রশ্নে প্রশ্নে বিদীর্ণ করে চলে বিশ্বজিৎ রায়ের মৌলিক নাটক ‘বারবার মগের মুলুক’।