নব্বই দশকের প্রথম থেকেই ‘এল বুম’-এর অতি ব্যবহৃত জাদুবাস্তবতা, প্ৰায় ঘেটো হয়ে ওঠা স্থানিক বিশিষ্টতা, কলোনির বিকল্প ইতিহাস, স্পেনীয় অ্যান্টিকুইটি এবং অতিপরিচিত লোকজীবনের রূপকল্পগুলো ডিঙিয়ে ড্রাগের নেশা, রিয়েল এস্টেট, সংগঠিত অপরাধ, সন্ত্রাস, সেক্স শপ ইত্যাদি নিওলিবেরাল অর্থনীতির মরণচিহ্নের মধ্যে থাকা সমসাময়িক লাতিন আমেরিকার বহুমাত্রিক জগতকে তুলে ধরেছিলেন ‘পোস্ট বুম’-এর লেখকরা। পরবর্তীতে, বিশ্বায়ন পরবর্তী সমাজ বাস্তবতা, ভঙ্গুর অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা, রিফিউজি সমস্যা, অভিবাসন, স্মৃতি, আলো আঁধারের নাৎসি অতীত, টেকনোলজির নতুন দৌড়, ভার্চুয়াল অস্তিত্ব, যৌনতার সাইবার সন্দর্ভ ক্রমশ সমসাময়িক লেখকদের উপজীব্য বিষয় হয়ে ওঠে। আঙ্গিকের পরিচিত বিন্যাসের সঙ্গে সামিল হয় গ্রাফিক ফিকশন, ব্লগ, রিপোর্টাজ এবং সিনেমার বিভিন্ন প্রকরণ। সমসাময়িক জীবনের উত্তল এবং অবতলতার সঙ্গে জুড়ে যায় কালো, কর্কশ হিউমারের এক আশ্চর্য আনুভূমিক চলন। স্পেকুলেটিভ ফিকশন, থ্রিলারের মতো দূরে সরে থাকা সাবজঁরেরা প্রায় অন্তর্ঘাতের মতো ঢুকে পড়ে গল্প উপন্যাসের মূল কাঠামোর ভেতর।
নব্বই দশকের প্রথম থেকেই ‘এল বুম’-এর অতি ব্যবহৃত জাদুবাস্তবতা, প্ৰায় ঘেটো হয়ে ওঠা স্থানিক বিশিষ্টতা, কলোনির বিকল্প ইতিহাস, স্পেনীয় অ্যান্টিকুইটি এবং অতিপরিচিত লোকজীবনের রূপকল্পগুলো ডিঙিয়ে ড্রাগের নেশা, রিয়েল এস্টেট, সংগঠিত অপরাধ, সন্ত্রাস, সেক্স শপ ইত্যাদি নিওলিবেরাল অর্থনীতির মরণচিহ্নের মধ্যে থাকা সমসাময়িক লাতিন আমেরিকার বহুমাত্রিক জগতকে তুলে ধরেছিলেন ‘পোস্ট বুম’-এর লেখকরা। পরবর্তীতে, বিশ্বায়ন পরবর্তী সমাজ বাস্তবতা, ভঙ্গুর অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা, রিফিউজি সমস্যা, অভিবাসন, স্মৃতি, আলো আঁধারের নাৎসি অতীত, টেকনোলজির নতুন দৌড়, ভার্চুয়াল অস্তিত্ব, যৌনতার সাইবার সন্দর্ভ ক্রমশ সমসাময়িক লেখকদের উপজীব্য বিষয় হয়ে ওঠে। আঙ্গিকের পরিচিত বিন্যাসের সঙ্গে সামিল হয় গ্রাফিক ফিকশন, ব্লগ, রিপোর্টাজ এবং সিনেমার বিভিন্ন প্রকরণ। সমসাময়িক জীবনের উত্তল এবং অবতলতার সঙ্গে জুড়ে যায় কালো, কর্কশ হিউমারের এক আশ্চর্য আনুভূমিক চলন। স্পেকুলেটিভ ফিকশন, থ্রিলারের মতো দূরে সরে থাকা সাবজঁরেরা প্রায় অন্তর্ঘাতের মতো ঢুকে পড়ে গল্প উপন্যাসের মূল কাঠামোর ভেতর।
এই সংকলনে অন্তর্গত কুড়ি জন লেখকই এই শতাব্দীর প্রথম দুটি দশক জুড়ে লিখছেন। ভাষা, শৈলী, আখ্যান নির্মাণ, দৃষ্টিভঙ্গী ও অন্তরবীক্ষনের যে নতুন ও স্বতন্ত্র যাত্রাপথ নির্মিত হয়েছে লাতিন আমেরিকার সাম্প্রতিক কথাসাহিত্যে বিশেষ করে ছোটগল্পের অত্যন্ত নিরীক্ষনধর্মী পরিসরটিতে, তার গুরুত্বপূর্ণ কারিগর এরা প্রত্যেকেই। এই সময়ের লাতিন
আমেরিকার ছোটগল্পের উন্মুক্ত
মানচিত্রটিকে কিছুটা হলেও ছুঁয়ে দেখা যাবে এই গল্পগুলোর মধ্য দিয়ে।