কিছু কিছু বই এমন যা বুদ্ধি, মেধা, জ্ঞান, এই সবকিছু কে ছাপিয়ে গিয়ে পাঠকের হৃদয়ে এসে আঘাত করে। অন্যদের কথা জানি না, তবে আমার মতো পাঠক এমন বই খুঁজে বেড়ায়। যেখানে চরিত্র দের হৃদয়ের ঢেউ ওঠা, ঢেউ নামা, যাবত্যীয় অপমান, বঞ্চনা, ক্ষমতার হাতে ক্রমাগত মার খেতে খেতে তবু, প্রতিটি বাধার সামনে ফুঁসে ওঠা, ক্রোধে আকস্মিক জ্বলে ওঠা, হেরে গেলে কান্নায় ভেঙে পড়া, নিজের আগুনে নিজে ঝাঁপ দেওয়া, পরাজয় স্বীকার করে নিয়েও ফের নিঃসঙ্গ সংকল্পের সাধনায় স্থির থাকার আর্তি, এক তীব্র অন্তঃসলিলা নদীর মতো কাজ করে চলে।
Arka Deb এর 'দিয়েগো থেকে মারাদোনা' উপন্যাসটি পড়তে পড়তে ঠিক সেই আস্বাদটাই ফিরে এলো। মারাদোনা বাস্তবের চরিত্র, তার জীবন, যাপন, কাজ, তার খ্যাতি ও অখ্যাতি সবকিছুই আমাদের জানা। অর্ক তাকে নিয়ে মারাদোনার জীবনী লিখতেই পারতেন। কিন্তু জীবনীগ্রন্থ না লিখে অর্ক উপন্যাসের ফর্মটাই বেছে নিয়েছেন। কারণ, আমার মনে হয়েছে, অর্ক মারাদোনার চরিত্রের উত্থান পতনের মধ্যে এই পৃথিবীর যে কোনও প্রান্তের বঞ্চিত লাঞ্ছিত, ক্ষমতার মার্জিনের বাইরে থাকা "ছোটলোক দের " প্রতিরোধ ও প্রতিবাদের স্বরূপটাই খুঁজে নিতে চাইছিলেন।
কিন্তু যদি শুধু এটুকুই হোত তাহলে এই উপন্যাস হয়তো আমাকে এতটা আলোড়িত করতো না। করলো যে তার অন্যতম কারণ এই উপন্যাসে অর্ক অবলীলায় নাৎসি জার্মানির ফ্যাসিস্ট ইতিহাসের সাথে মারাদোনার সময়ের আর্জেন্টিনার ডিক্টেটরশিপ এবং তার সঙ্গে সমকালীন ভারতবর্ষের আগ্রাসী জাতীয়তাবাদ কে এক সূত্রে বুনে দিতে পেরেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মারাদোনার বিস্ময়কর প্রতিভা, আশ্রয় হারা মানুষের স্বপ্ন, ভালবাসা, হারিয়ে যাওয়া শেকড়ের, আবহমান অনুসন্ধান হয়ে ওঠে।
'দিয়েগো থেকে মারাদোনা' আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হল আরও একটা কারণে। মারাদোনার জীবনের নানান ঘটনা ও সাক্ষাৎকার এর ভিত্তিতে লেখা এই উপন্যাসে অর্ক এক চোরাস্রোত রেখে দিয়েছেন। সেই স্রোত, চোরা টান, ঈশ্বর আর শয়তান - এই বাইনারি কে অস্বীকার করে। নিরন্ন, নিরাশ্রয়, রাষ্ট্র, সমাজ, ধর্মীয় বিভাজনের হাতে মার খাওয়া মানুষ, ঈশ্বর কে চেনে, তার মাটি, তার ফেলে আসা ঘর, তার ভালোবাসার মানুষজনের মধ্যে। প্রতিভার আগুন আত্মবলি দেয়। নিজেকে খায়। প্রয়োজনে বিনাশ করে নিজেকে। তার আত্মধংসের আয়োজন তখন এক নিবেদন হয়ে ওঠে। সেই সমর্পণ শুধু সেই ঈশ্বরের কাছে যার আর এক নাম 'ভালোবাসা'।
প্রকাশক মান্দাস ও Sukalpa Chattopadhyay কে ধন্যবাদ এমন একটা বই সামনে আনার জন্যে।